নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় “নেত্রকোণা জেলা মডেল প্রেসক্লাবের” নবগঠিত কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ‘নেত্রকোণা জেলা মডেল প্রেসক্লাবের’ হল রুমে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এডভোকেট খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক সারোয়ার পারভেজ বাবু ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সোলায়মান হোসাইন রুবেল, হামিদুর রহমান অভি এবং ইমরান হাসানকে মনোনীত করা হয়।
এ ছাড়া জেলার দশটি উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ২৩ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাসুদ, সহ-সভাপতি সাইফুল আরিফ জুয়েল ও সুলতান আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল খান দুর্জয় ও হাবিবুর রহমান হাবিব, কোষাধ্যক্ষ সানাউল্লাহ শাহ, দপ্তর সম্পাদক শফিউল আলম চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কহিনুর আলম, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা বিদ্যুৎ, সহ ক্রীড়া সম্পাদক এনামুল হক তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তা ইসলাম কথা, সম্মানিত সদস্য তামিম খান আদনান, সৈয়দ কুতুবুল আলম, মোঃ বাবুল ও অমিতাভ বিশ্বাস।
দ্রুত সময়ের মধ্যে সভার মাধ্যমে এই কমিটিতে জেলার সব উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা স্থান পাবেন।
কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার পারভেজ বাবু বলেন, দীর্ঘদিন ধরে নেত্রকোণায় সাংবাদিকদের পেশাটাকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা করা সত্ত্বেও, সব যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনও রকম সুযোগ দেওয়া হয়নি কোন সংগঠনে। এর বিপরীতে সরকারি বেতনভুক্ত শিক্ষকসহ দীর্ঘদিন ধরে নেত্রকোণা জেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক পদ-পদবি ধারীদের দিয়ে একটি কুচক্রী মহল ফায়দা লুটে আসছে। তার থেকে পরিত্রান পেতেই তরুণ ও মেধাবীদের নিয়ে এই মডেল প্রেস ক্লাব গঠিত হয়েছে। চাটুকারদের প্রাচীর ভেঙে নতুন কমিটির মাধ্যমে নেত্রকোণায় সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। জেলার সব উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে নেত্রকোণায় সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।