আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

নাটোরে ট্রাক চাপায় নিহত ব্র্যাক ব্যাংক কর্মকর্তা সুমনের লাশ মানিকগঞ্জে দাফন

আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জে) : নাটোরে ট্রাক চাপায় নিহত ব্র্যাক ব্যাংক কর্মকর্তা সুমন আহমেদের মরদেহ তার গ্রামের বাড়ী মানিকগঞ্জে  দাফন সম্পন্য হয়েছে।
রবিবার সকাল দশটায় নিহতের গ্রামের বাড়ী মানিকগঞ্জ সদর থানার কাফাটিয়া ঈদগা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর মাদরাসা মোড় এলাকায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই  নিহত হন তিনি।নিহত সুমন আহমেদ নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহামেদের আপন ছোট ভাই। তার বাড়ী মানিকগঞ্জ  সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামে।
সে ওই গ্রামের মৃত:  রহমত আলী মাস্টারের  (মুক্তিযােদ্ধা) ছোট ছেলে ছিলেন।নিহতের বড় ভাই শাহিনুর রহমান জানান,সুমন নাটোরের সদরে একটি ব্র্যাক ব্যাংক উর্ধতন কর্মকর্তা  হিসেবে কর্মরত ছিলেন। সেই শুবাদে স্ত্রী রাফাতুল ফারিয়া দিশাকে নিয়ে নাটরেই থাকতেন। শনিবার শন্ধা রাতে  বাসায় ফেড়ার পথে সড়ক দূর্ঘটনায় সুমন মারা যায়। নাটরের সাবেক জেলা প্রশাসক শামীম আহামেদ জানাযায় এসে বলেন ,আমাদের পরিবারের সবার ছোট সদস্য ছিলো সুমন। পরিবারের সবার কাছে ওছিলো অনেক আদরের। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশায় স্ত্রীসহ  বাসায় ফিরছিলো। পথিমধ্যে নাটোর মাদরাসা মোড়ে আসামাত্র বগুড়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক  নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশাকে  চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই সুমন মারা যায়।
এ ঘটনায়  সুমনের স্ত্রী রাফাতুল ফারিয়া গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধিনে আছে।এসময় মরহুমের আত্তার মাগফেরাত কামনা করে  সকলের কাছে কাছে দোয়া চান তিনি ।  মরহুমের জানাযায়  ঢাকা,সাভার, মানিকগঞ্জ ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাসহ অসংখ্য মুসলীম জনতা উপস্থিত ছিলেন।  সুমনের এমন অকাল মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ