স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): মানিকগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রবিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের ব্যবসায়ীরা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে তারা সন্ত্রাসী চাঁদাবাজ রনি, আনোয়ার ও সুমনসহ সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ভাড়ারিয়া বাজারের সকল ব্যাবসায়ীসহ প্রায় শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, চলতি মাসের ১৬ তারিখে চাঁদা আদায়কে কেন্দ্র করে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে জয়নাল, ইব্রাহিম, সালমানের ওপর হামলা চালিয়ে মারাত্মক ও গুরুতর জখম করে। ভুক্তভোগী সকল ব্যবসায়ীরা
প্রশাসনের নিকট এর প্রতিকার ও নিরাপত্তার দাবি জানান। এ ব্যাপারে ভাড়ারিয়া বাজারের ব্যাবসায়ীরা জেলা প্রশাসক বরাবর সন্ত্রাসীদের দৌরাত্ম ও অত্যাচার থেকে নিরাপত্তা চেয়ে একটি আবেদন দিয়েছেন বলেও জানান তারা।
উল্লেখ্য, গত ১৬ অক্টাোবর মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া বাজারে ও হরিরামপুর উপজেলার বলড়া বাজারে বালু ব্যাবসা কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনার পর যৌথবাহিনী ছাত্রদলের নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, রনি মিয়া, তুহিন মিয়া,ও সুমন মিয়াকে আটক করেন। আহতরা হলেন ঈব্রাহীম আহমেদ, জয়নাল আবেদীন, সালমান হোসেন, ইউসুফ আলী ও সায়মন হোসেন। এদের মধ্যে জয়নাল আবেদীন ও ঈব্রাহিম আহমেদ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধিনে আছে বলে জানা গেছে।