আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং

নারায়ণগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধঃ নারায়ণগঞ্জর রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

 রবিবার (২০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল মোহাম্মদ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন।

রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক নূর-ই-আলম।

আবেদনে বলা হয়, রফিকুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আগে কেনা জমি বন্ধক দিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখা থেকে ২৭০ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে জানা যায়, রফিকুল ইসলাম যেকোন সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নিতে পারেন। অনুসন্ধানকালে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। তাই তার বিদেশ গমন রহিতকরণ করা প্রয়োজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ