আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

ইনিংস হারের শংঙ্কা কাটলো বাংলাদেশের, বৃষ্টিতে খেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ ইনিংস হারের যে শঙ্কা ছিল, তা আর এখন নেই। ইতোমধ্যে ৬৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতি থেকে এসে উইকে হারায় টাইগাররা। ১১১ বলে ৫৮ রান করা জাকের আলী অনিক সাজঘরে ফিরলে নাইম হাসানকে নিয়ে এগোতে থাকেন মেহেদী হাসান মিরাজ। এরপর বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। এর আগে জাকের ও মিরাজের জুটি থেকে আসে ১৩৮ রান।

তৃতীয় দিনের শুরুতেই জয়-মুশফিককে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে জাকের-মিরাজের ব্যাটে সেই চাপ সামলে লিড নেয় টাইগাররা। তাদের দুজনের ব্যাটে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিলো দল। তবে কেশভ মহারাজের বলে এলবিজডব্লিউ হয়ে জাকের আলি অনিক সাজঘরে ফিরলে ভাঙে তাদের ১৩৮ রানের জুটি।

 মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। এরপর বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা। ইনিংস হার এড়াতে অন্তত ২০২ রান করতে হতো টাইগারদের। দলীয় ৪ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস হারের শঙ্কা ভালোভাবেই জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও মুশফিকের পাল্টা প্রতিরোধে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা।

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনের সকালটাও ছিল রীতিমতো দুঃস্বপ্নের। ৭ ওভারেই টাইগারদের ৩টি উইকেট হারিয়ে বসে তারা। স্কোরবোর্ডে ১২ রান তুলতেই ফিরে গেছেন আগের দিনের অপরাজিত জয় ও মুশফিক। আজ আবারও ব্যর্থ হন লিটন দাস। আবারও ইনিংস হারের শঙ্কা মাথাচাড়া দেয়। অবশ্য এবার দেয়াল হয়ে দাঁড়ালেন মেহেদি হাসান মিরাজ আর জাকের আলী অনিক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ