নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন চীন ভারত বৈরী সম্পর্ক আঞ্চলিক অশান্তি জিলিয়ে রাখলেও সম্প্রতি সীমান্ত সমস্যার ফলপ্রসূ সমাধান হয়েছে বলে মনে হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। তারি ধারাবাহিকতায় পাঁচ বছর পর দ্বিপাক্ষিক বৈঠক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই দুই নেতার বৈঠক হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে জোর দিয়েছেন মোদি। সীমান্তে গত চার বছরে যেসব ইস্যু ছিল, সেসব বিষয়ে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে তাকে ভারত স্বাগত জানায় বলে জানান তিনি। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাটা অগ্রাধিকার হওয়া উচিত বলে জানান মোদি।
অন্যদিকে শি জিনপিং বলেন, বিশ্বে চীন ও ভারত দুই দেশেরই কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে।
২০২০ সালে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এরপর এই প্রথম ভারত ও চীনের সর্বোচ্চ নেতারা বৈঠক করলেন।
এর আগে নরেন্দ্র মোদি ও শি জিনপিং শেষবার ২০১৯ সালের নভেম্বরে ব্রাসিলিয়াতে নিজেদের মধ্যে বৈঠক করেন। সেটাও ছিল একটি ব্রিকস শীর্ষ সম্মেলন, যার আয়োজন করেছিল ব্রাজিল।