প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ৭:৪১ পি.এম
তারেক জিয়ার নির্দেশনা পৌছে দিতে সৌজন্য সাক্ষাৎ বিএনপির নেতার

মোঃ মনির হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন দিক-নির্দেশনা পৌছে দিতে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান। তিনি লন্ডন থেকে ফিরে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় এ সৌজন্য সাক্ষাৎ করেন।
কালিয়াকৈর পৌর বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারন অর রশিদের সঞ্চালনায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকার, কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক জসিম দেওয়ান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা জাসাস এর আহব্বায়ক ফকির এরশাদ, পৌর শ্রমিকদলের সভাপতি এ কে আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অংগসংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপির নেতা মজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন এখনো দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তাই তিনি সবাইকে সর্তক অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho