০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না : গয়েশ্বর চন্দ্র রায়

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘৩১ দফা সংস্কার প্রস্তাবে কমপক্ষে ৪০টি দল একমত হয়ে আমরা জাতির সামনে উপস্থাপন করেছিলাম। আপনারা সেই ৩১ দফা নেন। সেখানে যদি কিছু পরিমার্জন করা লাগে, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। এই সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না।

শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলছে। মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক।

বিএনপির প্রস্তাবিত দফার ভিত্তিতেই কিছু সংযোজন-বিয়োজন করে সংস্কারের আহ্বান জানান দলটির অন্যতম এই নীতি নির্ধারক।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জাতির সামনে তুলে ধরেছেন। আমরা যখন যুগপৎ আন্দোলন করলাম, তখন সব দলের মতামতের ভিত্তিতে সেটিকে আরও পরিমার্জিত করে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। সেটা সরকার পতনে যুগপৎ আন্দোলনের সময়।

Tag :
About Author Information

জনপ্রিয়

‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে ৩০০ তালের চারা রোপণ 

সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না : গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশের সময়ঃ ০২:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘৩১ দফা সংস্কার প্রস্তাবে কমপক্ষে ৪০টি দল একমত হয়ে আমরা জাতির সামনে উপস্থাপন করেছিলাম। আপনারা সেই ৩১ দফা নেন। সেখানে যদি কিছু পরিমার্জন করা লাগে, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। এই সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না।

শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলছে। মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক।

বিএনপির প্রস্তাবিত দফার ভিত্তিতেই কিছু সংযোজন-বিয়োজন করে সংস্কারের আহ্বান জানান দলটির অন্যতম এই নীতি নির্ধারক।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জাতির সামনে তুলে ধরেছেন। আমরা যখন যুগপৎ আন্দোলন করলাম, তখন সব দলের মতামতের ভিত্তিতে সেটিকে আরও পরিমার্জিত করে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। সেটা সরকার পতনে যুগপৎ আন্দোলনের সময়।