আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন আইরমাড়া -মিতরা বয়েজ স্পোর্টিংয়ের সদস্যরা

আব্বাসী,স্টাফ রিপোর্টান (মানিকগঞ্জ): ২৫ অক্টোবর।। মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটি নিজস্ব অর্থায়নে মেরামত করলেন আইরমাড়া -মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সদস্যরা ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে  এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন আইরমাড়া পঞ্চায়েত কবরস্থানের সভাপতি মোঃ বিল্লাল উদ্দিন।
জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাজার ও মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে আইরমাড়া প্রবেশের একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতেকরে চলাচলের ক্ষেত্রে দূর্ভোগের শিকার হচ্ছে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার জনজগ।
জনগুরুত্বপূর্ন এ রাস্তাটির পাসেই রয়েছে মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল,তিনটি কওমি মাদ্রাসা ও মিতরা বাজার। স্কুল,মাদ্রাসার  শত শত শিক্ষার্থীসহ এলাকার জনগন প্রতিদিন দূর্ভোগের শিকার হয়ে  এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে।
এলাকাবাসীর চলাচলে দূর্ভোগের কথা চিন্তাকরে আইরমাড়া -মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সদস্যরা তাদের নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেয়।
এব্যাপারে ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ.সোহান মিয়া বলেন, জনগুরুত্বপূর্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে  খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এতেকরে জনসাধারণের চলাচলে বিঘ্নিত হচ্ছে। তাই এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ক্লাবের উদ্যোগে নিজ অর্থায়নে রাস্তাটি  মেরামত করা হয়।
 মানিকগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক কমিটির সদস্য শাহিনূল ইসলাম তারেক বলেন,রাস্তাটি সংস্কারের অভাবে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে  শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে কষ্টের  সীমা থাকে না। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ক্লাবের উদ্যোগে রাস্তাটি সংস্কার করে মহানোভবতার পরিচয় দিয়েছে।
এলাকাবাসির চলাচলের দূর্ভোগ নিরসনে জন গুরুত্বপূর্ন রাস্তাটি পাকা করনের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ