আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

নিজস্ব প্রতিবেদকঃ বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতি নিয়োগ দিয়েছে সরকার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে ২৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন-২০১৩ (২০১৩ সনের ৩৩ নং আইন) এর ধারা ৬(১), ধারা ৬(২) ও ধারা ৬(৩) অনুযায়ী আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ