প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৬:২২ পি.এম
ঘিওরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রধান।

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘিওর উপজেলা যুবদলের পক্ষ হতে,পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মোঃ ফরিদুল ইসলাম, ডা:তন্ময় তরফদার,লুৎফুন নাহার ও সুমি আক্তার।
এ সময় ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ সানোয়ার, যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সাগর খান সহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঘিওর উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ এর সঙ্গে কথা বললে তিনি ডাক্তার,নার্স ও সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন,আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুচিন্তিত পরিকল্পনায় ও কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক সমগ্র বাংলাদেশ সহ আমাদের ঘিওর উপজেলায় আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এতে করে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধপত্র পাচ্ছে। সাধারণ মানুষের উপকার হচ্ছে।তৃণমূল পর্যায়ে জনগণের পাশে ও কাছাকাছি থাকার জন্য এর চেয়ে ভালো সেবা আর কি হতে পারে?তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমাদের এই সেবা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho