আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

ফরিদপুরের মধুখালী উপজেলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি :  আজ  ২৭অক্টোবর রবিবার ফরিদপুরের মধুখালীতে সকাল ১১ টায় মধুখালী নিউ জননী স্পেশালাইজড হাসপাতাল চত্বরে  বাংলাদেশ  জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মধুখালী উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 উক্ত আয়োজনে মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুলের সঞ্চালনায়  অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন  ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক,জেলা কৃষক দলের  যুগ্ম আহ্বায়ক আলী মুনসুর দাউদ ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন সহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে ফ্রি রক্তদান কর্মসূচিতে মধুখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ মোল্লা ও মধুখালী সরকারি আইনুদ্দিন কলেজের সাবেক এ.জি.এস মো. রফিকুল ইসলাম স্বেচ্ছায় রক্তদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ