প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৮:২৮ পি.এম
মানিকগঞ্জে তিন মাসে ডেঙ্গুতে আক্রান্ত ১২৮১ জন

আব্বাসী,স্টাফ রিপোর্টার, (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২৭ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। এনিয়ে গত তিন মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২৮১ জন।
আজ (সোমবার) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মকছেদুল মমিম। জেলার বিভিন্ন হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য-সচিব আ ন ম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌরসভার সাবেক কাউন্সিলর সাবিহা হাবিবসহ কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দিন দিন মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। ডেঙ্গু প্রতিরোধে জমা পানি পরিষ্কার করতে হবে। জেলা শহরের আবাসিক ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ফুলের টবে যাতে পানি জমে না থাকতে পারে সেটা নিশ্চিত করতে সকলকে নির্দেশনা দিতে হবে এবং নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া যত্র-তত্র ডাবের খোলা, গাড়ীর চাকার টায়ারসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারন করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho