নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার নিউমার্কেট নামক একটি শপিং মলের সামনে থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নিহত ওই ব্যক্তির নাম মো. আরশাদুজ্জামান (৪৫)।তিনি রংপুর জেলার তারাগঞ্জ থানার মধ্য হারিয়াকুঠি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। আরশাদুজ্জামান সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আরশাদুজ্জামান ভোররাতে ঢাকাগামী একটি দূরপাল্লার বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার পথ আটকে দাঁড়ায়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
পরে স্থানীয়রা ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, নিহতের রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হতে পারে। তাই শপিং মলসহ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।