নিজস্ব প্রতিবেদকঃ চলমান অবরুদ্ধ গাজায় ইজরায়েলী হামলায় প্রতিনিয়ত মানুষের প্রানহানি ঘটে চলছে। বর্বরোচিত হামলায় এ পর্যন্ত ৪৩ হাজার ছাড়ানোর পর এবার যেন চোখ খুলেছে যুক্তরাষ্ট্রের। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ “অবসান হওয়া উচিত” বলে সোমবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট তার নিজ অঙ্গরাজ্য ডেলাওয়্যারে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত মন্তব্যে একথা বলেন।
তিনি বলেন, “আমাদের একটি যুদ্ধবিরতি দরকার। এই যুদ্ধের অবসান হওয়া উচিত।”
বাইডেন আরও বলেন, তিনি নিউ ক্যাসেল শহরের ভোটকেন্দ্র ছেড়ে যাওয়ার পরে যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ফোনে কথা বলবেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া সমগ্র বেসামরিক জনসংখ্যার বাস্তুচ্যুতির এই ঘটনায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, উপকূলীয় এই ভূখণ্ডে নিশ্চিত প্রাণহানির সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে এবং আরও ১ লাখ এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এছাড়া ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।