আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

মধুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ জন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

 

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধিঃ ২৮ অক্টোবর সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মামনুন আহমেদ অনীক সহ ৪জন কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মধুখালী উপজেলা অফিসার্স ক্লাব মামনুন আহমেদ অনীক, বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুদেব কুমার দাস, বিদায়ী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোঃ বুলবুল আহম্মেদ, সহকারী কমিশনার(ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার বশিরুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তানজির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, মেডিকেল অফিসার ডাক্তার মোস্তফা আরিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জরুল আলম, উপজেলা আইসিটি অফিসার দীজেন্দ্রনাথ বিশ্বাস, মধুখালী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন প্রমূখ।

বিদায়ী অতিথিগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাঁদের কর্মকালীন বিভিন্ন অভিজ্ঞতা সমূহ ও তাঁদের স্মৃতিচারণ মূলক বক্তব্য উপস্থাপন করেন।

শেষে বিদায়ী অতিথিদেরকে ফুলেল শুভেচছা জানান অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ। উল্লেখ্য, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীককে ঢাকা জেলার ধামরাই উপজেলায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাসকে ফরিদপুর জেলার প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে, উপজেলা পরিসংখ্যান অফিসার মুহাম্মদ রুহুল আমীনকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় এবং ম্যানেজার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক মোঃ বুলবুল আহম্মেদকে ফরিদপুর জেলার ভাংগা উপজেলা শাখায় বদলি করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ