স্টাফ রিপোর্টাসঃ মানিকগঞ্জে সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান নামের একটি সমিতি দুই নারী সদস্যের নামে মামলা দেওয়ায় সমিতির ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ অক্টোবর) বেলা দুপুরের দিকে সমিতির সভাপতি আব্দুস সালাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ডাওটিয়া বাজারের পাশে সমিতির কেন্দ্র ঘরে।
সামিতির সভাপতি আব্দুস সালাম বলেন,দিঘী ইউনিয়নের রহদোহ গ্রামের সাজাহান হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম ২০২২ সালে ৪০ হাজার টাকা ঋণ নেন।একই ইউনিয়নের ডাওটিয়া গ্রামের জুলের স্ত্রী হোসনেয়ারা ও ২০১৮ সালে ৫০ হাজার টাকা ঋণ নেয়।তাদের দুজনের ঋণই কিস্তির মাধ্যমে এক বছরের মধ্যে পরিষদের নিয়ম ছিলো। কিন্তু তারা ২ থেকে ৩টি করে কিস্তি দেওয়ার পরে,কিস্তি দেওয়া বন্ধ করে দেয়।এর পরে স্থানিয় লোকজন নিয়ে বার বার তাদের সঙ্গে বসলেও কিস্তির টাকা পরিষদ করেন না। সে কারনে কয়েক দিন আগে সমিতির পক্ষ থেকে তাদের নামে থানায় মামলা করা হয়।
সমিতির ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন রাজা বলেন, গতকাল আমি ডাওটিয়া বাজারের পাশে কিস্তি উঠাতে কেন্দ্র ঘরে আসলে মনোয়ার ও হোসনেয়ারার পরিবারের সদস্যরা আচঙ্কা এসে আমাকে কিলঘুশি ও চেয়ার দিয়ে বাইরাতে (প্রহার) করতে থাকে। পরে আশে-পাশে থাকা লোক জন এসে তাদের হাতথেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনেন।
এ বিষয়ে মনোয়ারা বেগম ও হোসনেয়ারার স্বজনেরা বলেন, পুলিশি দিয়ে আমাদেরকে হয়রানি করার কারন জানতে চাইলে তার সাথে বাগবিতন্ডার সৃষ্টি হয়।এক পর্যায়ে তাদের মধ ধস্তা ধস্থি হয় বলে জানান তারা।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।