১ লা নভেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে গোপালপুর বাজার বনিক সমিতির ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়।
বনিক সমিতির উপদেষ্টা ও বারহাট্টা উপজেলা শাখা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম আলামত এই বনিক সমিতির নির্বাচন। দীর্ঘ দিন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনগড়া বনিক সমিতির কমিটি করে স্বৈরাচারীর ভিত্তি মজবুত করে আসছিলো। ৫ আগস্টের পর এই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়া আবার শুরু হয়েছে।