আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

বারহাট্টা উপজেলা পরিষদের আগামীর সম্ভাব্য প্রতিনিধি নাজমুল হুদা খান

আফজাল হোসেন – বিশেষ প্রতিনিধি

 

নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান দের পদ পদবী ইতোমধ্যে বাতিল করা হয়েছে। তাই আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের দ্বারেদ্বারে ছুটে গিয়ে দোয়া প্রার্থনা করছে নাজমুল হুদা খান। নাজমুল হুদা  বারহাট্টা উপজেলা আসমা ইউনিয়নের মৃত শামছুল ইসলাম (আবু মেম্বার) এর ছেলে। তিনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে ইংলিশে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন।

নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনে বারহাট্টা উপজেলা শাখার  যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে থেকে কর্মীদের পাশে ছিলো, এখনও আছে। বর্তমানে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সেবার জন্য জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চায়।

জনগণের আশ্বাস ও সমর্থন পেলে তিনি বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চায়।  সেই লক্ষ্যে তিনি প্রতিদিন বিভিন্ন ভাবে উপজেলার বিভিন্ন প্রান্তে গিয়ে জনসাধারণের খোজ খবর নেয়ায় ব্যস্ত সময় পার করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ