আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

বারহাট্টায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

আফজাল হোসেন – বিশেষ প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ‘সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, সমাবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে  প্রথমেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও বিভিন্ন গ্রাম থেকে আগত সমবায়ীদের অংশগ্রহণে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা অনুষ্ঠানটি শুরু হয়।

 

 

 

২ নভেম্বর (শনিবার) উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে ও সাংবাদিক লতিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা শাখার যুবদলের সদস্য সচিব মহিবুর রহমান, দৈনিক ভোরের ডাক বারহাট্টা উপজেলা প্রতিনিধি লতিবুর রহমান, যায়যায়দিনের প্রতিনিধি,রোকনুজ্জান ও বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত ছিলেন সমবায়ীগণ।

 

প্রধান অতিথি ফারজানা আক্তার ববি বলেন, আমরা বারহাট্টাবাসী কিছুটা অলস প্রকৃতির। আমি বারহাট্টায় আসার পর থেকে দেখছি এই উপজেলার গ্রামাঞ্চলের সাধারণ মানুষগুলোও অলস। সবাই মিলে একসাথে কাজ করলে দরিদ্রতা থেকে বেড়িয়ে আসা সম্ভব। আপনারা প্রতিটি পরিবারে গরু, ছাগল, হাঁস মুরগী পালন করবেন। আর নিজের মূল্যমান সময় অলস না কাটিয়ে কাজে লাগান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ