আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

ক্ষমা চাইলেন ইসলাম নিয়ে কটুক্তিকারী সেই শিক্ষক

নিজস্ব প্রতিনিধি :  নবম শ্রেণীর ক্লাসে শিক্ষার্থীদের সামনে ইসলাম ও মুসলিমদের জারজ সন্তান আখ্যা দেন মানিকগঞ্জের ঘিওর ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়ন শিক্ষক নিতাই চন্দ্র। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ক্লাসের শিক্ষার্থীদের সামনে ইসলাম নিয়ে এ কটুক্তি করায় প্রতিবাদী হয়ে উঠে মুসলিম উলামা ও ছাত্র-জনতা। ঘটনার বিষয়ে মুঠোফনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদারের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরিবেশ বেসামাল হয়ে উঠলে নিজের জীবন বাচাঁতে হন্নে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন ঐ শিক্ষক। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে উত্তেজিত জনতা ও মুসলিম উলামা সহ স্থানীয় ব্যক্তিবর্গের সম্মুখে ৩রা নভেম্বর রবিবার দুপুরে ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত দু’হাত তুলে কড়োজোর করে ক্ষমা চান তিনি। একজন শিক্ষকের কাছ থেকে এমন বৈষম্যবাদী শিক্ষা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষার্থীরা শুধু ক্ষমাই নয় বলে জানিয়ে তার বিরুদ্ধে বহিস্কারের দাবীতে বিক্ষোভ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ