আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিনে কেক কাটলেন চিত্রনায়ক ওমর সানি

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে চিত্রনায়ক ওমর সানি কেককেটে পালন করলেন তারি সহধর্মিনী চিত্র নায়িকা মৌসুমির জন্মদিন।

রবিবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার লেমুবাড়ি গরুর হাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন মৌসুমীর এক ভক্ত লুৎফর রহমান।

লুৎফর রহমানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পটাইল ইউনিয়নের লেমুবাড়ি গ্রামে। তিনি পুটাইল ইউপির ৫ নং ওয়ার্ডের ১ নং প্যানেল মেম্বার।

লুৎফর রহমান জানান, ছোটবেলা থেকেই বেশি বেশি  সিনেমার বই দেখার অভ্যাস ছিল তার। “কেয়ামত থেকে কেয়ামত” এবং “দেনমোহর” ছবিতে মৌসুমীর অভিনয় দেখে  আমি তার ভক্ত হয়ে যাই। আর তখন থেকে মনের ভিতরে অনুপ্রেরণা জাগে মৌসুমি আপার নামে একটা কিছু করার জন্য। আর তখন থেকেই প্রতি বছর নভেম্বর মাসের তিন তারিখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করে আসছি। গত বছরও তার জন্মদিন উপলক্ষে ৬০০ দোস্ত মানুষের মাঝে চিনি, সেমাই বিতরণ করা হয়েছে।  ওমর সানি ভাই নিজে এসে তা বিতরণ করেছেন। এবারও কেক কেটে এবং রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে মৌসুমী আপার জন্মদিন পালন করা হয়।

 মৌসুমীর সৃতিস্বরনে লেমুবাড়ি নতুন হাটে মৌসুমির নামে একটি ক্লাব ঘর করেছেন। সেখানে মৌসুমী এবং ওমর সানির বিভিন্ন ধরনের ছবি দিয়ে সাজানো  বলেও জানান তিনি।

মৌসুমীর স্বামী  ওমর সানি জানান, আজকে ১৭ বছর যাবত মৌসুমীর জন্মদিন নিস্বার্থ ভাবে পালন করে আসছে লুৎফর রহমান। উনার সাথে ামার পরিচয় হয়েছে  এক বছর আগে। আমার মনে হয় এ বছরের সবচেয়ে ছোট করে অনুষ্ঠান করেছে। আমাকে বারবার বলতেছিল, “দুলাভাই ” আপনি আসলে আসবেন, না আসলেও চলবে। মানুষকে দেখানো, মানুষের মাঝে প্রকাশ করা তার মাঝে আমি দেখি নাই।  যদি বুঝতে পারতাম মানুষকে দেখানোর জন্য এই গুলি করে তাহলে আমি আসতাম না।আসলে  ভালো বাসাটাই সবচেয়ে বড়। আর এই ভালোবাসাটাই বেঁচে থাকুক মানুষের ভেতরে। মৌসুমিকে হাজারো লক্ষ কোটি মানুষ ভালোবাসে। সাথে সাথে আমরাও ভালোবাসি। আজকে তার জন্মদিন উপলক্ষে মৌসুমী যদি বাংলাদেশে থাকতো  তাহলে অবশ্যই আসতো। আমি তাকে নিয়ে আসতাম। কিন্তু সে আমেরিকায় অবস্থান করছে। ফিরে আসলে এই গ্রামে তাকে নিয়ে আবার আমি আসবো। এমন ভালোবাসায় আগলে রাখার জন্য ওমর সানি লুৎফর রহমানের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।

উল্লেখ্য  মৌসুমি ১৯৭২ সালের ৩ নভেম্বর জন্ম গ্রহন করেন। এটা তার ৫১ তম জন্ম বার্ষিকী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ