আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় আরও ৫৮ এসআইকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদকঃ আবারও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃতীয় দফায় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর।

এর আগে ২য় দফায় গত ২৫ অক্টোবর ৫৯ জন এবং প্রথম দফায় ২২ অক্টোবর ২৫২ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ