০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় মন্দিরে হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানপন্থীদের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ভারত। এ ঘটনায় ‘জাস্টিন সরকার ব্যর্থ’ বলে অভিহিত করেছে ভারতীয় হাইকমিশন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রোববার কানাডার টরন্টোতে হিন্দু সেবা মন্দিরে হামলার পর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন। বিবৃতিতে বলা হয়েছে, ‘টরন্টোর কাছে ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরের সঙ্গে যৌথভাবে কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় হাইকমিশন। সেখানে ভারতবিরোধীরা এসে হিংসাত্মক হামলা চালিয়েছে। রুটিন কনস্যুলার কাজে এই ধরনের ব্যাঘাত ঘটতে দেখে আমরা খুবই হতাশ।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভারত সরকার খুবই উদ্বিগ্ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গতকাল রোববার উত্তেজিত কিছু মানুষ টরন্টো সেবা মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে থাকা হিন্দুদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পিল অঞ্চলের পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে এ ঘটনার জন্য কোনো পক্ষকেই সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা যাচ্ছে না।

তবে এ ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘এমন নৃশংস হামলা অপ্রত্যাশিত। কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রতিটি নাগরিকের নিরাপদে ও স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে।’

কানাডার নাগরিক খালিস্তানপন্তী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার সম্পর্ক গত কয়েক মাস ধরেই তলানীতে। এরই মধ্যে হিন্দুদের মন্দিরে হামলার ঘটনা ঘটল। এ নিয়ে দুই দেশের উত্তেজনা আবারও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব সিয়াম

কানাডায় মন্দিরে হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

প্রকাশের সময়ঃ ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানপন্থীদের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ভারত। এ ঘটনায় ‘জাস্টিন সরকার ব্যর্থ’ বলে অভিহিত করেছে ভারতীয় হাইকমিশন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রোববার কানাডার টরন্টোতে হিন্দু সেবা মন্দিরে হামলার পর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন। বিবৃতিতে বলা হয়েছে, ‘টরন্টোর কাছে ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরের সঙ্গে যৌথভাবে কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় হাইকমিশন। সেখানে ভারতবিরোধীরা এসে হিংসাত্মক হামলা চালিয়েছে। রুটিন কনস্যুলার কাজে এই ধরনের ব্যাঘাত ঘটতে দেখে আমরা খুবই হতাশ।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভারত সরকার খুবই উদ্বিগ্ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গতকাল রোববার উত্তেজিত কিছু মানুষ টরন্টো সেবা মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে থাকা হিন্দুদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পিল অঞ্চলের পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে এ ঘটনার জন্য কোনো পক্ষকেই সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা যাচ্ছে না।

তবে এ ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘এমন নৃশংস হামলা অপ্রত্যাশিত। কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রতিটি নাগরিকের নিরাপদে ও স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে।’

কানাডার নাগরিক খালিস্তানপন্তী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার সম্পর্ক গত কয়েক মাস ধরেই তলানীতে। এরই মধ্যে হিন্দুদের মন্দিরে হামলার ঘটনা ঘটল। এ নিয়ে দুই দেশের উত্তেজনা আবারও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।