আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং

সাভারে ভেজাল শিশু খাদ্য কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে বিএসটিআই অনুমোদন বিহীন ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ নামক একটি ভেজাল শিশু খাদ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।

মঙ্গলবার(০৫ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভিতরে অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল বলেন, অনুমোদন বিহীন কারখানাটিতে কোন ক্যামিস্ট পাওয়া যায়নি, এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ৯ টি শিশু খাদ্যে তৈরী করছেন তারা, যেগুলোর মোড়কের ক্ষেত্রে পৃথক পৃথক ঠিকানা ব্যবহার করা হলেও এই কারখানাতেই তৈরী করা হচ্ছে  এসব ভেজাল শিশু খাদ্যে।  এ সকল বিভিন্ন অসংগতি থাকার অপরাধে এ সময় কারখানা কতৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ