আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

মিসরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহেজাবিন অভিনিত “প্রিয় মালতি”

 

নিজস্ব প্রতিবেদঃ মিসরের কায়রো চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’। ১৩ থেকে ২২ নভেম্বর কায়রো অপেরা হাউসে উৎসবের ৪৫তম আসর বসবে। এই উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হবে। ছবিটির ইংরেজি নাম ‘হুইসপারস অব আ থার্স্টি রিভার’।

ফ্রেম পার সেকেন্ড ও চরকির প্রযোজনায় সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত ও আবু সাইদ রানা। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্পও লিখেছেন শঙ্খ দাশগুপ্ত।আজ সোমবার নির্মাতা প্রথম আলোকে জানান, ‘এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হচ্ছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের খবর। ছবিটি শিগগিরই দেশে মুক্তি পাবে।’ ২০২৩ সালের মাঝামাঝি সিনেমাটির দৃশ্যধারণ শুরু করেছিলেন নির্মাতা।

মেহজাবীন চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনো ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প “প্রিয় মালতী” আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিম ও বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি বিশাল সাফল্য।’

শঙ্খ জানান, কায়রো উৎসবে ‘প্রিয় মালতী’ সিনেমার চারটি প্রদর্শনী রয়েছে। যার মধ্যে দুটি দর্শকদের জন্য, একটি প্রেস শো ও আরেকটি জুরিদের শো। শো শেষে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বও থাকবে।

মেহজাবীন চৌধুরী ছাড়া এ সিনেমায় নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ