আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

ভারতে কমলার পৈতৃক গ্রামে বিজয়ের জন্য শিবের কাছে প্রার্থনা

 

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে আজ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬০তম এই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়তে যাচ্ছেন কমলা হ্যারিস এবং রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগমুহূর্তে ভারতে কমলার পৈতৃক গ্রামে তার বিজয়ের জন্য প্রার্থনা করা হচ্ছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলের ছোট্ট জনপদ তামিলনাড়ুর থুলসেন্দ্রপুরমের বাসিন্দারা কমলার জন্য প্রার্থনা করতে জড়ো হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত এ প্রার্থী শুরু হতে যাওয়া মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কমলা হ্যারিসের মাতামহ ১০০ বছরের বেশি সময় আগে চেন্নাইয়ের দক্ষিণ উপকূলীয় শহর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর তিনি চেন্নাইয়ে চলে আসেন। অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি সেখানে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেন।

আল জাজিরা জানিয়েছে, কমলা ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি কখনোই থুলসেন্দ্রপুরমে যাননি। এছাড়া এ গ্রামে তার কোনো আত্মীয় জীবিত নেই। তবে স্থানীয়রা এখনও এ পরিবারটিকে শ্রদ্ধা করে।

স্থানীয় মন্দিরের পুরোহিত এম নটরাজন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আমাদের গ্রামের পূর্বপুরুষের নাতনি মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিজয় আমাদের প্রত্যেকের জন্য খুশির সংবাদ হবে।

কমলার জন্য দেবতা শিবের একটি রূপ আয়নার প্রতিমূর্তির সামনে প্রার্থনার নেতৃত্ব দেন নটরাজন। তিনি বলেন, আমাদের দেবতা অত্যন্ত শক্তিশালী ঈশ্বর। যদি আমরা তার কাছে ভাল প্রার্থনা করি, তাহলে তিনি তাকে বিজয়ী করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ