০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় আদিবাসী পরিষদের ৮ম আদিবাসী হত্যা দিবস ও মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২২৩৩ বার পড়া হয়েছে
ছোটন সরদার : গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাহেবগন্জ-বাগদাফার্মের বাপ- দাদার পৈত্রিক সম্পত্তি রক্ষার আন্দোলন সংগ্রামে, পুলিশ ও আদিবাসীদের সংঘর্ষে পুলিশের গুলিতে০৬ নভেম্বর ২০১৬ সালে তিন আদিবাসী শ্যামল হেম্ব্রম,মঙ্গল মার্ডী,রমেশ টুডু নিহত হন।এঘটনায় আজ ৬নভেম্বর বুধবার সাহেববাজার জিরোপয়েন্টে, সকাল এগারোটায় ৮ম আদিবাসী হত্যা দিবসে পৈত্রিক সম্পত্তি ফেরত ও  তিন আদিবাসী হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করে , জাতীয়  আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও,রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় সদস্য সুশেন কুমার শ্যামদুয়ার ও মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য ছোটন  সরদার, গোদাগাড়ী উপজেলা  শাখার সভাপতি রবিন হেম্ব্রম ও সহ -সভাপতি অজিৎ মুন্ডা প্রমুখ  বক্তব্য রাখেন।বক্তারা বলেন সাহবগন্জ বাগদাফার্মের সম্পত্তি আদিবাসীদের।আঠারোশত বিয়াল্লিশ একর সম্পত্তি সরকারী চুক্তি অনুযায়ী ইক্ষু চাষের জন্য দেয়া হয়।ইক্ষু চাষ না হলে সরকারী চুক্তি অনুযায়ী উওরাধিকারীদের ফিরিয়ে দিবে।কিন্তু সরকারী ছত্রছায়ায় ভূমিগ্রাসীরা ইক্ষুচাষ বন্ধ করে জোরপূর্বক দখল করেছে।পৈত্রিক সম্পত্তি ফেরত ও তিন আদিবাসী হত্যার  বিচারের দাবিতে রাজশাহীসহ সকল জেলায় জেলায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে মেয়র প্রার্থী খোরশেদ আলমের দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জাতীয় আদিবাসী পরিষদের ৮ম আদিবাসী হত্যা দিবস ও মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৪:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
ছোটন সরদার : গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাহেবগন্জ-বাগদাফার্মের বাপ- দাদার পৈত্রিক সম্পত্তি রক্ষার আন্দোলন সংগ্রামে, পুলিশ ও আদিবাসীদের সংঘর্ষে পুলিশের গুলিতে০৬ নভেম্বর ২০১৬ সালে তিন আদিবাসী শ্যামল হেম্ব্রম,মঙ্গল মার্ডী,রমেশ টুডু নিহত হন।এঘটনায় আজ ৬নভেম্বর বুধবার সাহেববাজার জিরোপয়েন্টে, সকাল এগারোটায় ৮ম আদিবাসী হত্যা দিবসে পৈত্রিক সম্পত্তি ফেরত ও  তিন আদিবাসী হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করে , জাতীয়  আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও,রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় সদস্য সুশেন কুমার শ্যামদুয়ার ও মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য ছোটন  সরদার, গোদাগাড়ী উপজেলা  শাখার সভাপতি রবিন হেম্ব্রম ও সহ -সভাপতি অজিৎ মুন্ডা প্রমুখ  বক্তব্য রাখেন।বক্তারা বলেন সাহবগন্জ বাগদাফার্মের সম্পত্তি আদিবাসীদের।আঠারোশত বিয়াল্লিশ একর সম্পত্তি সরকারী চুক্তি অনুযায়ী ইক্ষু চাষের জন্য দেয়া হয়।ইক্ষু চাষ না হলে সরকারী চুক্তি অনুযায়ী উওরাধিকারীদের ফিরিয়ে দিবে।কিন্তু সরকারী ছত্রছায়ায় ভূমিগ্রাসীরা ইক্ষুচাষ বন্ধ করে জোরপূর্বক দখল করেছে।পৈত্রিক সম্পত্তি ফেরত ও তিন আদিবাসী হত্যার  বিচারের দাবিতে রাজশাহীসহ সকল জেলায় জেলায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।