আফজাল হোসেন বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের ইতিহাসে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল।
দীর্ঘদিন পর নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার( ৭ নভেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বারহাট্টা উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিগত বিএনপি সরকারের আমলে এ দিনটিতে ছিল সরকারি ছুটি। তবে আওয়ামী লীগের দেড় যুগের শাসনামলে গত দেড় দশকেরও বেশি সময় দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি।
দীর্ঘ ১৭ বছর পর বারহাট্টা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি জমজমাট ভাবে পালন করতে দেখা গেছে।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাক আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, সদস্য সচিব আশিক আহমেদ কমল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, যুবদলের সদস্য সচিব মহিবুর রহমান রতন, জাসাস এর আহ্বায়ক আজিজুল হক ফারুক, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান হীরা,সদস্য সচিব অলি উল্লাহ রায়হান সেচ্ছাসেবক দলের সভাপতি আঃ কাদির, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব সাজরুল, মৎস্যজীবি দল ও বনিক সমিতির সভাপতি সহিদ মড়ল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।