আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

মধুখালীতে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে আলোচনা সভা

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলাতে  অদ্য ৭ নভেম্বর, ২০২৪ ইং.  বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইরান হোসেন চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।

তিনি দলীয় নেতাকর্মীদেরকে এই চেতনা ধারন করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উক্ত  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ