আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মোড়ক উন্মোচন 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর ট্রফি ও টুর্নামেন্টের মোড়ক উন্মোচন  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ ৮৮ নং  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রফি ও টুর্নামেন্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

ধলেশ্বরী হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান কামরুদ্দিন আহম্মেদ জাকির এর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উল সাবেরুন। এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আব্দুল মোমিন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুলতান নাছিমুল হক, ধলেশ্বরী হাউজিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মো: সোলায়মান খান, ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বিশ্বাসসহ ক্রিয়া ব্যাক্তিত্ত ও খেলোয়ার বৃন্দ।

৮৮ ওয়ারিয়র্স” এর উদ্যোগে ” শহীদ রফিক স্মৃতি “রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন

খেলায় ৪৯ টি দল অংশগ্রহণ করে প্রতিদ্বন্দিতা করবে। প্রতিটি দলে ৯ জন করে খেলোয়াড় থাকবে, শর্ট পিচে ৮ ওভার করে খেলা হবে। তিনটি গ্রুপে থেকে খেলোয়াড়েরা প্রতিদ্বন্দিতা করবে।

পরে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উল সাবেরুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ