আফজাল হোসেন বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কাউসার কবির কে সভাপতি ও মনিরুজ্জামান মনির কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা স্বাক্ষরিত এ কমিটি ৬ নভেম্বর অনুমোদন দেয়া হয়।
৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার নেতাদের স্থান দেয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখ যোগ্য কয়েকজন হল, কেন্দুয়া উপজেলার বাহার উদ্দিন খান, তিনি এই কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে রয়েছেন। মোহনগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোঃ খালেদ হুসাইন তুহিনকে এই কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও বারহাট্টা উপজেলার কৃতি সন্তান আল আমিন খান সানি কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।