আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

বারহাট্টায় যৌথ বাহিনীর অভিযানে ১২৪২ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক ঃ নেত্রকোণার বারহাট্টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পয়েন্টে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  শুক্রবার(৮ নভেম্বর)সকাল ১১ টার সময় উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এই যৌথ চেক পয়েন্ট পরিচালনা করা হয়। ১২৪২ পিস ইয়াবা সহ আটক হওয়া মাদক ব্যবসায়ীর নাম মানিক (৪০)।সে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালাচান মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান।
লে. মো: মাহমুদুল হাসান মেহেদী জানান সেনা ক্যাম্প হতে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছিল।তারই অংশ হিসেবে আজ সকালে বারহাট্টা উপজেলার ফায়ার স্টেশন এলাকায় বারহাট্টা থানা পুলিশের সাথে যৌথ চেকপয়েন্ট পরিচালনা করা হয়।এসময় মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী মানিক(৪০) নামক ব্যক্তিকে  ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য ও মাদক নির্মূল, ফিটনেস বিহীন গাড়ি এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে পুলিশকে নিয়ে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।
বারহাট্টা থানার অফিসার ওসি মোঃ কামরুল হাসান জানান আটককৃত ইয়াবা ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পক্রিয়াধীন।আইনি প্রক্রিয়া শেষে থাকে আদালতে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ