নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের টিসি রোডস্থ দৈনিক আজকালের সংবাদ এর নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে আজ শুক্রবার ( ৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় কাঁচামাটি সাহিত্য পরিষদ এর উদ্যােগে কাঁচামাটি সাহিত্য আসর ও কবি ইঞ্জিনিয়ার হাজী আহসান উল্লাহ ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দৈনিক আজকালের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক, কাঁচামাটির সম্পাদক কবি সাংবাদিক প্রাবন্ধিক আতিক আজিজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ইঞ্জিনিয়ার হাজী আহসান উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন জাপমাস এর পরিচালক, দৈনিক আজকালের সংবাদ ও এস টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রিপন খান, জাপমাস এর সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকালের সংবাদ এর সহ বার্তা সম্পাদক এম এম কামাল। জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর সহসভাপতি, কাঁচামাটি সাহিত্য পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উপদেষ্টা কবি সাহিত্যিক লুৎফর রহমান সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপমাস এর ভাইস চেয়ারম্যান ও আলোকিত কন্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি কাজী গাউসুল হায়দার, দৈনিক আজকালের সংবাদ এর ময়মনসিংহ জেলার স্টাফ রিপোর্টার আশিক মিয়া।
জাপমাস এর পরিচালক কবি ছড়াকার ইয়াকুব কামাল এর সঞ্চালনায় কাঁচামাটি সাহিত্য আসরে কবি ইঞ্জিনিয়ার হাজী আহসান উল্লাহ শুভ জন্মদিনে তাঁকে নিয়ে আলোচনা করেন জাপমাস এর সহ সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকালের নারায়ণগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার একেএম নেজাম উদ্দিন শাহীন, দৈনিক আজকালের সংবাদ এর নারায়ণগঞ্জ জেলা ফটোসাংবাদিক, সংগীত শিল্পী আনোয়ার হোসেন, কবিতা পাঠ করেন ছড়াকার, ফুটবল কোচ চান্দু মিয়া চান্দু, কবি নূর ইসলাম বাদল, কবি ছড়াকার আলতাফ হোসেন রায়হান, জাপমাস এর নির্বাহী সদস্য তোফায়েল হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়ার কৃতি সন্তান কবি ইঞ্জিনিয়ার হাজী আহসান উল্লাহর ৮০ তম জন্মবার্ষিকী পালন করা এবং তাঁর শুভ জন্মদিনে তাঁকে কাঁচামাটি স্মারক সম্মাননা প্রদান করা হয়।