নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা কলেজ: মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা কলেজের নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি মোঃ রাকিব হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইফ কৃষাণ সহ ১০০ সদস্যের কমিটি গঠন করা – হয়।
মঙ্গলবার (৮ নভেম্বর) মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা কলেজের উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে কমিটি ঘোষণা করা হয়। ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম সম্পর্কে নতুন সভাপতি মোঃ রাকিব হোসেন বলেন, ঢাকা কলেজে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সকল সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে ছাত্রদের কল্যাণমূলক কাজ করে যেতে চাই।
ছাত্রকল্যাণ শিক্ষার্থীদের জন্য কলেজে শিক্ষা, সংস্কৃতি ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণে আগ্রহী করে তুলবো, ইনশাআল্লাহ। ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক কৃষাণ বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ, ঢাকা কলেজের একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের উদ্দেশ্য হলো মানিকগঞ্জ জেলার সকল শিক্ষার্থীকে একত্রিত করে, পরস্পরের সাহায্য ও সৌহার্দের সাথে থাকার সুযোগ তৈরি করা। যেকোনো সমস্যায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের মানিকগঞ্জ জেলাকে আরও উজ্জীবিত করার প্রত্যাশা করি।