আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ফ্যাসিবাদ প্রতিরোধে বৈষম্যবিরোধীদের গণজমায়েত

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম উপস্থিত হয়েছেন। এসময় কর্মসূচিতে আসা ছাত্র-জনতাকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা গেছে।

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হতে শুরু করেন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয় এলাকা ও গুলিস্তান জিরো পয়েন্টে। দুপুর ১২টার দিকে কয়েকশ লোককে গণজমায়েত কর্মসূচিতে দেখা গেছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ