আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে তারণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা 

 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের শিবালয়ে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর)  দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ মিলনায়তনে জেলা তথ্য অফিস এ মত বিনিময় সভার আয়োজন করে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

সভায় আরো বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, ছাত্র প্রতিনিধি নাহিদ মনির, শফিক আদনান ও ফাতেমা আক্তার।

বক্তারা বলেন, বায়ান্ন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আগষ্টের ছাত্র জনতার অভুত্থানে নেতৃত্ব দিয়ে আসছে তরুণ সমাজ। নতুন এই বাংলাদেশ হবে তারুণ্য নিভর। তরুণরা কোন পথে চলবে তা শিক্ষক-অভিভাবকদের দেখিয়ে দিতে হবে । এর ব্যপারে

সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। এবং তরুণদের সময় দিতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ