আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় কিস্তি সহ নানা কৌশলে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক বুলবুলি আক্তার ভুলিসহ সহযোগীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে ভুক্তভোগী।
শক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দেলুয়া বাজারের সামনে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন দেলুয়া সবুজ বাংলা যুব সংঘের সভাপতি মো: আশিকুর রহমান ( মিশন), ভোক্তভোগী ফাতেমা, আলো বেগম, ইতি আক্তার,সুফিয়া, চায়না, নাছিমা প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন,২০ জনের অধিক ভোক্তভোগী পরিবারের কাছ থেকে প্রতারণা ও প্রলোভনে ফেলে কিস্তির মাধ্যম ও নানা কৌশলে ৩০ লক্ষাধিক টাকা আত্মসাত করেছে বুলবুলি আক্তার । তাই
তাকে দ্রুত গ্রেফতার করে টাকা উত্তোলন ও শাস্তির দাবী জানান ভোক্তভোগীরা।