আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

নেতার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করি এমপি হওয়ার জন্য নয়: মুরাদ

ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের খাতড়া এলাকায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বক্তব্য দিচ্ছেন।

 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, আমি আজকের দিন পর্যন্ত বলি নাই যে আমাকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন। আমি আপনাদের ও আল্লাহ কে সাক্ষী রেখে বলতে পারি আমার প্রিয় দল বিএনপি, সেই বিএনপির অভিভাবক ও আমার নেতা জনাব তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে যাকে ধামরাইয়ের এমপি নমিনেশন দিবেন আমি সর্বশেষ নয় সর্বপ্রথম ব্যক্তি যে তারই নির্বাচন করবো। শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শকে ধামরাইয়ে প্রতিষ্ঠিত করবো, বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। অতএব এখানে ঘোলা পানিতে  মাছ শিকার করার কোন সুযোগ নাই।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতড়া এলাকায় ঢাকা জেলা যুবদলের সাবেক সহ শিল্প বিষয়ক সম্পাদক  মিজানুর রহমান জুয়েলের পরিচালনায় বিএনপির এক বিশাল জনসভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আমি শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করি। আমি বিএনপি দল কে ভালোবাসে রাজনীতি করি। এমপি হওয়ার জন্য না। অনেকে মনে করেন, আমি যদি বিএনপি থেকে নমিনেশন পাই তাহলে আমি বড় বিএনপি, আমি যদি নমিনেশন পাই তাহলে অন্য কিছু। আমি তাদের কে বলবো অতিতে যা কিছুই করেন না কেনো আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহিদ জিয়ার আদর্শের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি, আমার নেতা তারেক রহমানের রাজনীতি হবে শুধু ধামরাইয়ে। ধামরাইয়ে এর বাইরে অন্য কিছুই থাকবে না থাকবে না থাকবে না।

জনসভায় যোগ দেয়া হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অনেকেই বক্তব্যে বললেন আমাকে এমপি হিসেবে দেখতে চান। কিন্তু আমি এসব এখন ভাবি না। আমি ভাবি আমার নেতা দেশে আসবেন কবে। আমার নেতার নামে সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে তাকে দেশে আনতে হবে। সাড়ে ১৫ বছর যখন বাংলাদেশের কোথাও আন্দোলন হয় নাই আমি ধামরাইয়ে আন্দোলন করেছি, মিটিং মিছিল করেছি। কাদের কে নিয়ে করেছি সেগুলো আমার মনের ভিতরে সবই আছে। অনেকেই যাবে অনেকেই আসবে। কিন্তু যারা শহিদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে, বেগম খালেদা জিয়ার রাজনীতি করে, আমার নেতা তারেক রহমানের রাজনীতি করে তাদের সালাম।

এসময় আরো বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি  খন্দকার আইয়ুব, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: খন্দকার আবু তাহের মুকুট, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো: খুররম চৌধুরী টুটুলসহ আরো নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ  উক্ত জনসভায় কয়েক হাজার লোকজন উপস্থিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ