এক ফুলে যে আসক্ত হয়
অন্য ফুলের ঘ্রাণে–
তাকে কি আর টানে?
হালাল প্রেমেই পায় সে খুঁজে
ভালোবাসার মানে।
থাকতে পারে একেক ফুলে
একেকরকম ঘ্রাণ
ছোঁতে পারে প্রাণ?
নাকেই লাগে, তারপরে তা
ম্লান হয়ে যায় ম্লান।
ভিন্ন ফুলের পাশে ভ্রমর
গায় যদি গুনগুন
মুখে লাগে চুন,
বুকের জমিন ভস্ম করে
অশান্তির আগুন।
এক ফুলে তাই আসক্ত হও
তুষ্ট থাকো তাতে
থাকবে তোমার হাতে–
সুখের চাবি, সুখের পরশ
মাখবে দিনেরাতে।
১৫ নভেম্বর, ২০২৪