আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সবজির চারা ও ছাগল বিতরণ

 

মিজানুর রহমান মিলন,শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ এর উদ্যোগে ও প্রশাখা’র সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন প্রকার কৃষি সামগ্রী বিতরন করা হয়।

শনিবার (১৬নভেম্বর) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সবজি চারা ও ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমান মুকিত।

এসময় অন্যান্যদের মাঝে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ প্রফেসর ড. মশিউর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. হাসনীন জাহান, এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লা আল মুন্না,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক, প্রশাখার উপদেষ্টা মাসুদ হাসান, প্রশাখার সভাপতি শ্রী শংকর রায়,সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ বক্তব্য রাখেন।

বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্টেলিয়া, বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মানি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বা’পা), ইউনাইটেড ফর হিউম্যানিটি, নালিতাবাড়ী,  কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৭-৯৮ ব্যাচ এসোসিয়েশন, বাকৃবি রোটারেন্ট ক্লাব, বাকৃবি’র আর্থিক সহযোগিতায় ঝিনাইগাতীতে ৭০জন এবং নালিতাবাড়ীতে ২২জন সহ ৯২জন বন্যায় অতি ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে ছাগল ও বিভিন্ন সবজির বীজ ও চারা প্রদান করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ও অর্থনৈতিক জীবনে সহায়তা প্রদানই এর মূল লক্ষ্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ