আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ “দুনিয়ায় মজুমদার এক হও” এই স্লোগান কে সামনে রেখে গণ অভূত্থানের আকাঙ্খা বাস্তবায়নে শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র যাত্রা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে মানিকগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভ মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটি সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম। বিশেষ আলোচনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান হযরত, বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রাসাদ ভৌমিক, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মান্নান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন দুর্জয় প্রমুখ।
বক্তারা বলেন দেশে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। এটাকে আমরা বিপ্লব বা স্বাধীনতা বলতে চাইনা। মহান ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে অর্জিত স্বাধীনতার স্বাদ ও আকাঙ্খা থেকে জনগণ বারংবার বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সমাজের চেতনায় গণ অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে ঐক্যবদ্ধ বাংলাদেশের আহবান জানান।