আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের ইউনিয়ন কৃষক সমাবেশের প্রস্তুতিসভা অনুষ্টিত হয়েছে।
শনিবার(১৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় জেলা বিএনপি সভাপতি’র রাজনৈতিক কার্যালয় চত্ত্বরে এই সমাবেশ অনুষ্টিত হয়।
জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার, সহ-সাধারণ সম্পাদক হালিমা খান লুসি, ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকুল ইসলাম ভুইয়া জাদু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা।
বক্তারা বলেন, কৃষকদের কল্যানে কাজ করতে সারাদেশের ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিভিন্ন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।