আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

শিবালয়ে যমুনা নদীর নৌকা থেকে পানিতে পড়ে এক মৃগী রোগীর মৃত্যু 

 

মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের আরিচায় যমুনা নদীতে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে মারা গেছেন সবুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তি।

শনিবার (১৬ নভেম্বর) আরিচার খেয়াঘাট থেকে আতার স্কুলের পশ্চিম পাশের যমুনা নদীতে খেঁয়ার স্যালো থেকে পানিতে পড়ে যান তিনি।

সবুজ মিয়া মিরপুর-১ এর দিয়াবাড়ি পালপাড়া ঘাট এলাকায় থাকেন। মৃত ব্যক্তির বাবার নাম আব্দুল বারেক মাস্টার। সবুজ মিয়া পেশায় একজন ফুল বিক্রেতা ছিলেন। তার ২য় স্ত্রী মর্জিনাকে নিয়ে তার শ্বশুর বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

নৌকা চালক মাহবুব জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ঘাট থেকে ইঞ্জিন চালিত স্যালো নৌকায় যাত্রী বোঝাই করে দৌলতপুরের বাকসাইট্টা যাওয়ার পথে নৌকাটি যমুনা নদীর নিহালপুর এলাকায় পৌঁছালে নৌকার উপরেই তার মৃগী রোগের লক্ষণ দেখা দেয়। মৃগী রোগের ফলে খিঁচুনি উঠে সবুজ হঠাৎ করে পানিতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে এবং শিবালয় ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে এসে তারা উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর সবুজের মৃত্যু দেহ উদ্ধার করেন তারা।

শিবালয় থানার ওসি এ,আর,এম আল মামুন গণমাধ্যমকে বলেন, এব্যাপারে একটি ইউডি মামলা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ