আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে নিরাপদ খাদ্য সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক বারসিকের কর্মশালা অনুষ্টিত হয়েছে।
রবিবার(১৭ নভেম্বর) সকাল দশটায় মানিকগঞ্জের বেউথা আরব ভবনে বেসরকারী সংস্থা বারসিক এ কর্মশালার আয়োজন করে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস এর সভাপতিত্বে এবং বারসিক মানিকগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় নিরাপদ খাদ্য সুরক্ষায় করনীয় সম্পর্কে আলোচনা করেন, বারসিক মিডিয়া ও কমিউনিকেশন পরিচালক সিলবানুস লামিন, সৈয়দ আলী বিশ্বাস পরিচালক বারসিক, মাসুদুর রহমান, প্রোগ্রাম কোর্ডিনেটর বারসিক, মানিকগঞ্জ।
আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির উপদেষ্ঠা গোরাম সারোয়ার সানু,সাবেক সহ- সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য কাবুল উদ্দীন খান,সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান প্রমুখ।বক্তারা নিরাপদ খাদ্য সুরক্ষায় সকলকে
সচেতন থাকার এবং বিষমূক্ত খাবার খেতে আহবান জানান।