আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে বারসিকের কর্মশালা

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে  নিরাপদ খাদ্য সুরক্ষায় সাংবাদিকদের  ভূমিকা শীর্ষক বারসিকের কর্মশালা অনুষ্টিত হয়েছে।

রবিবার(১৭ নভেম্বর) সকাল দশটায় মানিকগঞ্জের বেউথা আরব ভবনে বেসরকারী সংস্থা বারসিক এ কর্মশালার আয়োজন করে।

মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস এর সভাপতিত্বে  এবং বারসিক মানিকগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী  বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় নিরাপদ খাদ্য সুরক্ষায় করনীয় সম্পর্কে আলোচনা করেন, বারসিক মিডিয়া ও কমিউনিকেশন পরিচালক সিলবানুস লামিন,  সৈয়দ আলী  বিশ্বাস পরিচালক বারসিক, মাসুদুর রহমান, প্রোগ্রাম কোর্ডিনেটর বারসিক, মানিকগঞ্জ।

আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির উপদেষ্ঠা গোরাম সারোয়ার সানু,সাবেক সহ- সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য কাবুল উদ্দীন খান,সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান প্রমুখ।বক্তারা  নিরাপদ খাদ্য সুরক্ষায় সকলকে

সচেতন থাকার এবং বিষমূক্ত খাবার খেতে আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ