আব্বাসী, স্টাফ রিপোর্টরঃ মানিকগঞ্জে রাজনৈতিক ও য়ারেন্টের আসামি সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার ইউনিয়নের পুটাইল গ্রামের মৃত্যু সাইজুদ্দিনের ছেলে জামাল উদ্দিন মাস্টার (৪৭) । তিনি আওয়ামীলীগ পুটাইল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জি আর ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায় তাকে গ্রেফতার করা হয়। পশ্চিম ঢাকুরবাজ গ্রামের মৃত্যু আবেদ আলীর ছেলে মোঃ আলম (৪০),সি আর ওয়ারেন্টভুক্ত আসামে তিনি। বাসুদেবপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুল হালিম, পূর্ব খালপারধোয়া এলাকার মো. শাজাহানের ছেলে মো: নুরুল ইসলাম, মো: আক্কাস উদ্দিন এর ছেলে শাহীন মিয়া (২০) এবং মো: ইনসার এর ছেলে মো: পারভেজ।(ওসি) এসএম আমান উল্লাহ জানান, পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো: বশির আহমেদ এর দিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: জিয়াউদ্দিন “এসআই( নিরস্র) মো: মোক্তার হোসেন, এসআই (নিরস্র) মোঃ সুমন ভূঁইয়া, এসআই (নিরস্র) মোঃ কামরুল হাসান, এসআই (নিরস্র) শেখ রহমান, এসআই ( নিরস্র) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।