পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধিঃ শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মধুখালী উপজেলার মালটিপারপাস হলরুমে প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন ও ক্রেষ্ট প্রদানের পর বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মাহবুবুল ইসলাম পিকুল, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা রাকিব হোসেন চৌধুরী ইরান, উপদেষ্টা আবুল কাশেম আবুল, প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক অ্যাড. মানিক মজুমদার। প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সহ সভাপতি মতিয়ার রহমান মিঞা, যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান মুবিনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা যথাক্রমে মুহম্মদ হায়দার আলী মোল্যা , বাবলু কুমার রায়,শরিফুল ইসলাম, আব্দুল আলীম মানিক, মো.ইয়াসিন বিশ্বাস, মো.মিজানুর রহমান, মেহেদী হাসান মন্নু, এস.এম. মুক্তার হোসেন, মো. তারিকুল ইসলাম এনামুল, মো. নুর নবী মিয়া ।
প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে সংবাদপত্র সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সংবাদকর্মীরা স্বাধীনভাবে তাঁদের লেখা প্রকাশ করছে। সমাজের বাস্তবচিত্র তুলে ধরে তা প্রকাশ করুন। দূর্নীতি,যেকোন অপরাধ,অনিয়ম সঠিকভাবে তুলে ধরবেন।
অ্যাড. মানিক মজুমদার বলেন, সংবাদপত্র স্বাধীনভাবে মত প্রকাশ করবে। তা-না হলে সমাজের বাস্তব চিত্র তুলে আনা সম্ভব হবে না। তবে এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
মধুখালীতে দক্ষ সাংবাদিকদের নিয়ে নতুন একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। আশা করি সাংবাদিকদের পেশাগত মান বজায় রেখে সংবাদকর্মীরা কাজ করবে। পরে প্রেসক্লাবের অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মি’র সঞ্চলনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী উর্মি ও মুক্তি গান পরিবেশন করেন।