আব্বাসী,স্টাফ রিপোর্টরঃ আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা জামায়াতের নেতৃবন্দ।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেল চারটায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিমিয় সভায় স্বাগত বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামির ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন, ,জেলা জামায়াতের আমির হাফেজ মাওলনা কামরুল ইসলাম,জেলার প্রচার সেক্রেটারী এডভোকেট আনোয়ার হোসাইন, মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ তাসলিম মিয়া, উলামা বিভাগের
পরিচালক মাওলানা জাকিরুল ইসলাম খান, পৌর আমির হুমায়ূন কবির প্রমূখ।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তর্বতীকালীন আহবায়ক কমিটির আহবায়ক ও আরটিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস. সদস্য সচিব ও নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো.শাহানুর ইসলাম, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান,আলোকিত কন্ঠে প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা শাহীনূল ইসলাম তারেক, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, ঢাকা পোস্টের প্রতিনিধি মো.সোহেল মিয়া,জুম বাংলার প্রতিনিধি সাইফুল আসলাম, প্রমূখ।
মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মাওলালানা দেলওয়ার হোসাইন বলেন,বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট যে বিজয় অর্জন হয়েছে তা ধরে রাখতে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন
রাজনৈতিক দল ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন,দীর্ঘ দেড় যুগ বছর আমরা জেল জুলমের শিকার হয়েছি। স্বাধীন ভাবে কথা বলতে পারি নাই। প্রকাশ্বে কোন মিছিল মিটিং করতে পারিনি। আগামী ২৩ নভেম্বর শনিবার সাকাল সাড়ে ৯ টায় কর্মী সম্মেলন করতে যাচ্ছি। শান্তিপূর্নভাবে কর্মী সম্মেলন করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।