আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

অন্তর্বতী সরকারের অর্জন খুব একটা খারাপ নয়; অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,অন্তর্বর্তী সরকারের সাফল্যের সূর্য উদয় হয়েছে ও অর্জন খুব একটা খারাপ নয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গাগুলো দিয়ে হাটবো, যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাবো। পরবর্তীতে যারা আসবেন তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে। আমাদের অর্জন খুব একটা খারাপ না। বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আমাদের গ্যাস সেক্টরে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতোপূর্বে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। সুতরাং এটা সরকারের অন্যতম একটি সফলতা।

 দেশে অবশ্যই আলু এবং পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তবে এসবের অনেকগুলো কারণ রয়েছে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। বাজারে নাভিশ্বাসের অভিজ্ঞতা সবার রয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।

 এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি বলেন, এডিবির কাছ থেকে ৬০০ মিলিয়ন, বিশ্বব্যাংকের কাছ থেকে ৫০০ মিলিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ১ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে। ডিসেম্বরে সংস্থাগুলোর প্রতিনিধিদল আসবে। তারপরই সিদ্ধান্ত।

আর খেলাপি আদায়, দুর্বল ব্যাংককে সবল করা ও সুশাসন নিশ্চিত করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ