আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হলেন এডভোকেট আব্দুল মান্নান

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। ১৮ নভেম্বর সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে।

পিপি পদে নিয়োগ পাওয়া এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান ২০১২ সালের (২ এপ্রিল) শেরপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছেন। তিনি শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছিলেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) পদে নিয়োগ পেয়েছেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব।

এছাড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট আশরাফুন্নাহার (রুবি) নিয়োগ পেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ